গুজরাট,উত্তরপ্রদেশ সরকার মুখ থুবড়ে পড়ছে সেখানে এ রাজ্য স্বচ্ছতার সাথে টেট নিয়েছে,দাবী ব্রাত্য বসুর

0
88

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ গুজরাট সরকার চারবার টেট নিতে গিয়ে ব্যর্থ হয়েছে,উত্তরপ্রদেশ কিভাবে টেট নেবে তা এখনো বুঝে উঠতে পারছে না। আর আমাদের রাজ্যে মিডিয়া ও বিরোধী দলের ট্রায়াল সহ বিভিন্ন বাধা বিঘ্ন সত্বেও অত্যন্ত স্বচ্ছতার সাথে টেট পরীক্ষা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তার ফল প্রকাশিত হবে। আজ বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রাথমিক শিক্ষকদের একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে গিয়ে এই ঘোষণা করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এর পাশাপাশি তিনি শহরের বাঁকুড়া টাউন হাইস্কুলে যান রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসু।ঘুরে দেখেন মিড ডে মিল রান্নার জায়গা, ক্লাসরুম। কথা বললেন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে  স্নাতক স্তরে পাঠক্রম তিন না চার বছরের এ বিষয় কোন সিদ্ধান্তে প্রশ্নে শিক্ষামন্ত্রীর দাবি উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠন হয়েছে, উপাচার্যরা একটি প্রস্তাব আনবেন, এরপর অধ্যক্ষরা তা বিবেচনা করবেন। কিন্তু কেন্দ্রীয় সরকার বা ইউজিসি পক্ষ থেকে কোনরকম টাকা দেওয়া হচ্ছে না কিন্তু নিয়ম কানুন চাপাচ্ছেন। রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কি পর্যায়ে এ প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রীর দাবি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আইন পাস হয়ে গিয়েছে ক্যাবিনেটের অনুমতি মিললেই দূত শুরু হবে বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া।মিড ডে মিল নিয়ে জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যান দেওয়া শিক্ষা দপ্তরের চিঠি প্রসঙ্গে শিক্ষা মন্ত্রীর দাবি গতকাল পর্যন্ত কিচ্ছু আসেনি, এর মধ্যে কিছু  উত্তর এসেছে কিনা সচিবের সঙ্গে কথা বললে তা পরিষ্কার হবে।

LEAVE A REPLY