নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ টেট পরীক্ষায় পরীক্ষার্থীদের বায়ো মেট্রিক ডেটা সংগ্রহ করা নিয়ে ক্ষোভ ছড়াল বাঁকুড়া শহরের শিবশঙ্কর উচ্চ বালিকা বিদ্যাপিঠে। নিয়ম অনুযায়ী পরীক্ষা গ্রহণের আগে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার কথা স্কুল কর্তৃপক্ষের। পরীক্ষা শুরুর আগে সে কাজ শুরুও হয়েছিল ওই স্কুলে। কিন্তু একদিকে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর চাপ অন্যদিকে বায়োমেট্রিক সার্ভারে সমস্যার কারনে পরীক্ষা শুরুর আগে তা মাঝপথে বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ এমনই অভিযোগ পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের দাবী পরীক্ষার শুরুর সময় বেশিরভাগ পরীক্ষার্থীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ বায়োমেট্রিক ডেটা সংগ্রহ না করায় পরীক্ষা বৈধ হবে কিনা তা নিয়ে দোলাচলের মধ্যে পড়েন পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে তাঁরা স্কুল কর্তৃপক্ষকে বায়োমেট্রিক ডেটা সংগ্রহের অনুরোধ করতে থাকেন। শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা শেষে বেশ কিছু পরীক্ষার্থীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করে। পরীক্ষার্থীদের দাবী পরীক্ষা শেষে স্কুল কর্তৃপক্ষ যখন ফের বায়োমেট্রিক সংগ্রহের কাজ শুরু করে ততক্ষণে বেশ কিছু পরীক্ষার্থী তা না দিয়ে বাড়ি মুখো হয়েছেন। এই ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষের গাফিলাতিকেই দায়ী করছেন টেট পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। এদিন আটোসাটো নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলায় ৮৬টি পরীক্ষা কেন্দ্রে ৩৯ হাজার ৮০০ জন চাকরী প্রার্থী টেট পরীক্ষায় বসেন। পরীক্ষা সুষ্ঠু ও অবাধ পরিচালনার জন্য ১০০ জন আধিকারিক সহ প্রায় ১ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল সিসিটিভি-র ব্যবস্থা। ছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও।