সাথী প্রামানিক,পুরুলিয়া, ১১ ডিসেম্বর: এবার টেট পরীক্ষায় হাতে অ্যাডমিট পেয়েও দশ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিলেন না। জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেন জানান, “জেলায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়। পুলিশের ভূমিকা প্রশংসনীয়। ২৩৪২ জন পরীক্ষা দেন নি।” প্রতিযোগিতামূলক এই চাকরির পরীক্ষা যেখানে স্বচ্ছতার জন্য ব্যবস্থা করা হয়েছিল সেখানে নিজেদের গুটিয়ে রাখলেন পরীক্ষার্থীরা। কড়াকড়ি, কার্যত বজ্র আঁটুনির ব্যবস্থা ছিল পরীক্ষা কেন্দ্রগুলোতে। বাঁকুড়ার মেজিয়া থেকে পুরুলিয়ার গড় জয়পুর হাই স্কুলে পরীক্ষা দিতে ভাড়া গাড়িতে যাচ্ছিলেন এক মহিলা। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। পুরুলিয়া মফঃস্বল থানার বরাকর রোডে চার সড়ক মোড়ের কাছে তাঁদের গাড়ি বিকল হয়ে গিয়ে সমস্যায় পড়েন পরীক্ষার্থী। পুরুলিয়া মফঃস্বল থানার আই সি’র তৎপরতার সঙ্গে ওই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেন। জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ২৫ হাজার ৩৪২ জন। মোট পরীক্ষা কেন্দ্র ছিল ৮২ টি। একমাত্র বিশ্ব বিদ্যালয় ছাড়াও ১৯ টি কলেজ ও ৬২ টি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল।