দুর্গাপুরে এই প্রথম কালিপুজো নিয়ে থিম সং

0
122

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ কালি পুজোর থিম সং! দুর্গাপুরে এই প্রথম কালিপুজো নিয়ে থিম সং ও ভিডিও অ্যালবাম প্রকাশ করল সগড়ভাঙা অঞ্চলের অ্যাম্বিশন ক্লাব। রজতজয়ন্তী বর্ষে পুজোর থিম সং ও ভিডিও অ্যালবাম শুধু নয়, মন্ডপ সজ্জাতেও চমক দিয়েছে অ্যাম্বিশন। দুর্গাপুরের বিজ বাজেটের পুজোগুলিতে রিতীমত টেক্কা দিয়েছে এই ক্লাব। রাজস্থানের শীসমহলের আদলে মন্ডপ তৈরি করেছেন ক্লাব সদস্যরা। শনিবার সন্ধায় মন্ডপের উদ্বোধন করেন পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। উদ্বোধনের পরেই কাচের তৈরি চোখ ধাঁধানো শিস মহল দেখতে ভিড় করেন দর্শনাথীরা। ৬৮ ফুট চওড়া ও ৭০ ফুট উচু শিস মহলের আদলে মন্ডপ। রাতে রকমারি আলোয় আরও মায়াবী হয়ে উঠছে গোটা মন্ডপ। ক্লাবের তরফে আশিস কেশ বলেন ‘ এই প্রথম আমরা কালিপুজোর থিম সংএর সাথে একটি ভিডিও অ্যালবাম প্রকাশ করেছি। রাজস্থানের শিসমহলের আদলে মন্ডপ দর্শনাথীদের আকৃষ্ট করেছে। প্রতিদিনই আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’

LEAVE A REPLY