কর্তাগিন্নি গিয়েছিলেন চার্চে প্রার্থনা করতে,সেই সুযোগে বাড়ির তালা ভেঙে লুটপাট চালালো দুষ্কৃতীরা

0
31

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দিনে দুপুরে বাড়ির দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকে লুঠপাট চালালো দুস্কৃতিরা। দুঃসাহসিক এই ঘটনা ঘটে বাঁকুড়ার সারেঙ্গা থানার খয়েরপাহাড়ি গ্রামে। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার সারেঙ্গা থানার খয়েরপাহাড়ি গ্রামের বাসিন্দা রমেশ সোরেন অন্যান্য দিনের মতোই স্ত্রীকে সঙ্গে নিয়ে এদিনও স্থানীয় একটি চার্চে প্রার্থনা করতে যান। বাড়িতে অন্য কেউ না থাকায় বাড়ির সদর দরজায় তালা দিয়ে তাঁরা চার্চে গিয়েছিলেন। ঘন্টাখানেক পর চার্চ থেকে বাড়িতে ফিরে দেখেন সদর দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় বাড়ির ভেতরে ঢুকে দেখেন আরো একাধিক তালা ভাঙা অবস্থায় রয়েছে। বাড়ির মধ্যে থাকা আলমারিও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। রমেশ সোরেনের দাবী দুস্কৃতিরা দিনে দুপুরে বাড়ির একের পর এক দরজা ও আলমারির লক ভেঙে আলমারির ভেতরে থাকা তাঁর স্ত্রীর ৬ হাজার ও তাঁর নিজের ২৬ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আস্বাস দিয়েছে পুলিশ।

LEAVE A REPLY