পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় অন্ডালের হরিপুরে চাঞ্চল্য

0
254

নিজস্ব সংবাদদাতা,অন্ডালঃ শনিবার সকালে অন্ডালের হরিপুরের সিনেমা হলের সামনে পরপর তিনটি দোকানে চুরির ঘটনা সামনে আসে। দোকান মালিকরা জানান সকালে এসে দেখেন কারো দোকানে তালা ভাঙ্গা বা কারো দোকানে দেওয়াল ভেঙ্গে হয়েছে চুরি। যদিও চুরি যাওয়া দোকানগুলি খুব বড় দোকান ছিল না সামান্য কিছু চুরি গেছে কিন্তু তবুও এভাবে চুরির ঘটনায় আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা। আজ ছোট দোকানে চুরি হয়েছে আগামী দিনে কারো বড় দোকানে চুরি হবে না এর গ্যারান্টি কেউ দিতে পারে না। সে কারণেই স্বাভাবিকভাবেই আতঙ্কিত হরিপুরের ব্যবসায়ী মহল। দোকান মালিক বিশ্বজিৎ মাঝি ও অভিক দত্ত-রা জানান, যদিও তাদের দোকান থেকে সামান্য চুরি গেছে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, তারা বলেন একেই তো এই এলাকায় ব্যবসা সেরকম নেই তার ওপর এই এলাকাতেই বারবার ঘটে চুরির ঘটনা। এরকম ঘটতে থাকলে ব্যবসা যেটুকু আছে সেটুকুও গোটাতে হবে। তাই তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন এই এলাকার উপর একটু বিশেষ নজরদারি দেওয়ার। 

LEAVE A REPLY