নির্মাণ সংস্থার থেকে তোলা আদায়ের হুমকির ফোনে নাম জড়ালো তৃণমূল বিধায়কের

0
55

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ হুমকির ফোনে নাম জড়ালো পূর্ব বর্ধমানের মেমারীর বিধায়কের। মেমারীর বিধায়কের নাম করে ২ লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকি দেওয়া হয় মেমারির কেননা এলাকার কিংকর মৃধা নামে এক ব্যক্তিকে। গত ৩০ মার্চ এই হুমকির ফোন পাওয়ার পর মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিংকর মৃধা। তবে নির্দিষ্ট কোন ব্যক্তির পরিচয় পাওয়ার না গেলেও দু’টি ফোন নম্বর ওই অভিযোগ পত্রে দেওয়া হয়। মেমারি তারকেশ্বর রোডের পাশে নিমো ২ নম্বর পঞ্চায়েত এলাকায় একটি কমার্শিয়াল কনস্ট্রাকশনের কাজ চলছে। এই কমার্শিয়াল কনস্ট্রাকশনের মালিক কিংকর মৃধা। প্রধান রাস্তা থেকে কনস্ট্রাকশনে যাওয়ার রাস্তায় একটি কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হয়। এই কালভার্ট তৈরির জায়গাটিও তাদের নিজেদের বলেই জানান ওই কমার্শিয়াল কনস্ট্রাকশনের মালিক কিংকর মৃধা। কিঙ্কর মৃধার আত্মীয় অভিজিৎ মণ্ডল বলেন,  নির্মাণ কাজের জন্য সরকারিভাবে সমস্ত প্রশাসনিক দপ্তরের অনুমতি নিয়েই এই কাজটি হয়েছে। এমনকি প্রশাসনিক দপ্তরের আধিকারিকরাও এই কমার্শিয়াল কনস্ট্রাকশনের জায়গাটি পরিদর্শন করে কাজ করার অনুমতিও দিয়েছেন। কিন্তু কোনো এক ব্যক্তি মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের নাম করে এই কনস্ট্রাকশন মালিক কিঙ্কর মৃধাকে ফোন করে ২ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে কমার্শিয়াল কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দেওয়ার  হুমকিও ওই দু’টি ফোন নম্বর থেকে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর কিংকর মৃধা নির্দিষ্ট দুটি ফোন নম্বর উল্লেখ করে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন, বিষয়টি আমার জানা ছিল না।তবে গোটা বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন। যে অভিযুক্ত তার বিরুদ্ধে দল যে ভাবে ব্যবস্থা নিতে বলবে সেই ভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY