ব্লক সভাপতি বদলের পরই শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে  

0
185

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ব্লক সভাপতি রদবদলের পরই শাসকদলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে এলো পূর্ব বর্ধমানে।নতুন ব্লক সভাপতিকে সরানোর দাবীতে পথ অবরোধ হয় পূর্ব বর্ধমানের মেমারিতে। বৃহস্পতিবার মেমারির সাতগেছিয়ায় পথ অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের একাংশ। এতদিন মেমারি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন মহম্মদ ইসমাইল। তার জায়গায় মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নতুন সভাপতি হিসেবে বুধবার বিকেলে হরিসাধন ঘোষকে দলের শীর্ষ নেতৃত্ব মনোনীত করে। তারপরই শুরু হয় দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ। নতুন ব্লক সভাপতিকে সরানোর দাবীতে এদিন সাতগেছিয়া বাজারে প্রথম মিছিল হয়। তারপর শুরু হয় পথ অবরোধ। তাদের দাবী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে ফের মহম্মদ ইসমাইলকে দায়িত্ব দেওয়া হোক।

LEAVE A REPLY