নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য চড়ালো বর্ধমানের ভোতারপাড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা নুরুল হাসান জানান,রবিবার সকালে পার্টি অফিস খুলতে গিয়ে দেখি পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে।ভেঙে ফেলা হয়েছে সমস্ত জানালার কাঁচ।নুরুল হাসানের অভিভোগ,শনিবারই জেলার বিভিন্ন ব্লক ও শহরের যুব তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের নাম ঘোষিত হয়। তারপরই সিপিএম,বিজেপি থেকে আসা লোকজন যারা এখন তৃণমূলের ঝাণ্ডা ধরেছে তারা গোটা রাতজুড়ে উচ্ছ্বাসে মাতে, তারাই এই ঘটনা ঘটিয়েছে।সমস্ত বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানোর পাশাপাশি থানায় লিখিত অভিযোগও করেছি। এদিকে এই ঘটনার পর বিজেপি বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের কটাক্ষ,কিছুদিন আগেই চাকরী দেওয়ার নাম করে দলেরই বিধায়ক টাকা নিয়েছেন এই অভিযোগ সামাজিক মাধ্যমে সামনে এনেছিলেন নুরুল হাসান। তাছাড়া গতকাল দলের যুব সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণার পরই এলাকার দখল নিতেই তৃণমূলের অপর গোষ্ঠী এই হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি।