সন্দীপ চক্রবর্তী,জামুড়িয়া: একদিন আগেই জামুড়িযার একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে সাংগঠনিকভাবে মজবুত করার কথা বলে যাওয়ার পরেই জামুড়িযায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। তৃণমূলের ব্লক সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারীর উপর মারধরের অভিযোগ উঠল তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর বিরুদ্ধে। জানা গিয়েছে তৃণমূলের যে নতুন কমিটি গঠন করা হয়েছে তাকে নিয়েই এই ঘটনার সূত্র পাত। সুব্রত অধিকারী জানান, অফিসে বসে থাকার সময় তারই পরিচিত তৃণমূলেরই প্রায় ১০০ জন এসে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করা হয়। সেই সময় তার গাড়ি চালক বাধা দিতে গেলে তার উপরেও চড়াও হয় বলে অভিযোগ করেন তিনি। ফোনে বিধায়ক হরেরাম সিংকে জানালে তিনি ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ বাহিনী হাজির হয়। পরে জামুড়িয়া থানার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ব্লক সভাপতির অনুগামীরা। বিধায়ক হরেরাম সিং বলেন,এই ঘটনা খুব লজ্জাজনক।এই কাজকে পার্টি কখনো বরদাস্ত করবে না,পার্টি এর বিরুদ্ধে শ্রীঘ্রই ব্যবস্থা নেবে। তিনি বলেন, এখন জামুড়িয়ায় সবাই তৃণমূল। তা বলে পার্টি কাউকে মারধর করবার অধিকার দেয়নি। আমার ব্লক সভাপতির গায়ে হাত কোনোভাবেই মেনে নেওয়া যাবেনা।এটা দলের জন্য খুবই ক্ষতিকর।তিনি জানান উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।দল উচিৎ সিদ্ধান্ত নেবে অতি শীঘ্রই।
