অঞ্চল ও বুথস্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল তৃণমূল 

0
86

সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ  পঞ্চায়েত ভোট আসন্ন তার আগে দলের সংগঠন শক্তিশালী করতে ব্যস্ত শাসক দল তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগে দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লকের ব্লক ও অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার ঘোষণা করা হলো পাণ্ডবেশ্বর ব্লকের ছ’টি অঞ্চলের দলের অঞ্চল কমিটি ও শাখা সংগঠন মহিলা ও যুব অঞ্চল ও বুথস্তরের পূর্ণাঙ্গ কমিটি। এদিন বিকেলে বাঁকোলা সুভাষ কলোনির “কলরব” প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়,যুব ও মহিলার ব্লক সভাপতি যথাক্রমে নরোত্তম মন্ডল ও রুমা রুইদাস। কিরিটি মুখোপাধ্যায় জানান, দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুমোদন সাপেক্ষে এদিন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হলো‌।

LEAVE A REPLY