নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ একটি বেসরকারী কারখানার সামনে রবিবার সকাল থেকে বিক্ষোভ আন্দোলন তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানারে শ্রমিকরা। ঘটনা বাঁকুড়া সদর থানার বনকাঠি গ্রাম সংলগ্ন একটি বেসরকারী ইস্পাত কারখানার সামনে।১০ বছরের পুরানো এই বেসরকারি কারখানা সম্প্রতিকলে মালিকানা বদল হয়ে নতুন এক সংস্থা দায়িত্ব নিয়েছে। শ্রমিকদের অভিযোগ নতুন ভাবে এই কারখানা চালু হওয়ার পর থেকেই শ্রমিকদের বিভিন্ন ভাবে অন্ধকারে রেখে কারখানা পরিচালনা করছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের আরো অভিযোগ বহিরাগত লোক এনে দালাল চক্রের মাধ্যমে কারখানায় নিয়োগ করছে কারখানা কর্তৃপক্ষ।নতুন ভাবে কারখানায় কর্মরত শ্রমিকদের নিয়োগ পত্র দিয়ে ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে বেতন প্রদান করতে হবে, কর্মহীন শ্রমিকদের দ্রুত কাজে ফেরাতে হবে, পে শ্লিপ, পিএফ ও ইএসআই সহ নানান সুযোগ সুবিধা প্রদান করতে হবে, শ্রমিকদের পরিচয় পত্র সহ নানান দাবি নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হয়েছে শ্রমিকরা। শ্রমিকদের স্বার্থে তৃণমূল শ্রমিক সংগঠন পাশে দাঁড়িয়েছে বলে দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির। কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবিগুলি মেনে যাতে আগামীদিনে কারখানা পরিচালনা করা হয় তৃণমূল শ্রমিক সংগঠনের পতাকা তলে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠন। কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।