পার্টি অফিসকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা

0
165

নিজস্ব প্রতিনিধি,পাণ্ডবেশ্বরঃ রবিবার রাত্রে পাণ্ডবেশ্বরের ফড়ফড়ি গ্রামে তৃণমূলের পার্টি অফিসকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। স্থানীয় লোকেদের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এলাকার একটি পুরনো স্বাস্থ্য কেন্দ্র দখল করে সেখানে পার্টি অফিস বানিয়েছে। সেই পার্টি অফিস বন্ধ করার জন্য স্থানীয়রা যখন সেখানে যান মারধর করা হয় তাদের বলে অভিযোগ। ঘটনায় এলাকায় বোমাবাজি হয়েছে। বোমার  আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। যাদের প্রথমে বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মিষ্টির দোকানের মালিক রবীন্দ্রনাথ ঘোষ জানান, কোন কারণ ছাড়াই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তার দোকানে ভাঙচুর চালায়, লুটপাটও করে দোকান থেকে খোয়া যায় নগদ টাকা। স্থানীয় বাসিন্দা তথা এলাকার পূজা কমিটির এক সদস্য জানান, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা একটি পুরনো স্বাস্থ্য কেন্দ্র দখল করে সেখানে পার্টি অফিস বানিয়েছে। তাদের বলতে গেলেই হয় গন্ডগোল। অন্যদিকে স্থানীয় ছাত্র পরিষদ নেতা তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির নির্দেশেই তাদের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি বলেন, যেখানে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং এই পার্টি অফিস উদ্বোধন করেছেন সেখানে তৃণমূল অঞ্চল সভাপতি বিধায়কেরও কথা শুনছেন না। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম জামুরিয়া দু’নম্বর ব্লকের পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ফড়ফড়ি গ্রাম। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

LEAVE A REPLY