খনিতে স্থানীয়দের নিয়োগের দাবি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা  

0
102

সংবাদদাতা,অন্ডালঃ  খোলামুখ খনিতে স্থানীয়দের নিয়োগের দাবি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে উত্তেজনা ছড়ালো কেন্দা এরিয়ার সিদুলিতে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিদুলি গ্রুপ অফ মাইনিং এর খোলামুখ খানিতে স্থানীয়দের নিয়োগের দাবি ঘিরে অশান্তি অব্যাহত তৃণমূলের অভ্যন্তরে। বছরের শুরুতে যখন খনির কাজ শুরু হয় পুনর্বাসন,ক্ষতিপূরণ ও স্থানীয়দের নিয়োগের দাবিতে গড়ে ওঠে সিদুলি গ্রাম বাঁচাও কমিটি। যার নেতৃত্বে রয়েছেন তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারী। কমিটির আন্দোলনে জেরে দীর্ঘদিন বন্ধ ছিল খনি খননের কাজ। সম্প্রতি রাণীগঞ্জের তৃণমূল বিধায়ক তথা এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় অচল অবস্থা কাটে। কর্তৃপক্ষ মেনে নেয় “গ্রাম বাঁচাও” কমিটির দাবি। জটিলতা কাটায় শুরু হয় খোলা মুখ খনি খননের কাজ। কিন্তু এরপরই একই দাবি নিয়ে আন্দোলনে নামে তৃণমূলের ওপর একটি গোষ্ঠী। যারা এলাকায় শ্যামলেন্দু বাবুর বিরুদ্ধ গোষ্ঠীর লোক বলে পরিচিত। গতকাল প্রতিশ্রুতি মতো শ্রমিক নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগে খননের কাজ বন্ধ করে দেন সিদুলি গ্রাম বাঁচাও কমিটির লোকজনের। তারা অভিযোগ করে সম্প্রতি কর্তৃপক্ষ ৩১ জনকে নিয়োগ করেছে কাজে। ৮ জন বাদে বাকিরা বহিরাগত বলে অভিযোগ তাদের। বৃহস্পতিবার খনি চত্বরে জমায়েত হয়ে খননের কাজ চালু করার দাবি জানায় অপর গোষ্ঠীর লোকজনের। খবর পেয়ে সেখানে পাল্টা জমায়েত করে সিদুলি গ্রাম বাঁচাও কমিটির সদস্যরা। দু পক্ষের মুখোমুখি উপস্থিতিতে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফ,অন্ডাল থানা ও বনবহাল ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দু-পক্ষই খনি চত্বর থেকে চলে যায়। তবে এদিন খনির কাজ বন্ধ ছিল বলে সংস্থা সূত্রে খবর।

LEAVE A REPLY