নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচন পাখির চোখ করে বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভা।তাকে ঘিরেই জোর প্রস্তুতি জেলা তৃনমূল নেতৃত্বের। আগামী ৩১ শে মে পুরুলিয়া সফর শেষে বাঁকুড়া আসতে চলেছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পরদিন আগামী পহেলা জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ স্তরীয় কর্মী সম্মেলন অংশ নেওয়ার কথা।গত একুশের বিধানসভা নির্বচন এর পর প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ায় আগমন ঘিরেই সাজোসাজোরব জেলা জুড়ে। বাঁকুড়ার সতীঘাট গন্ধেশ্বরী নদীর পাশের ময়দানে কর্মী সম্মেলন হওয়ার কথা নেত্রীর। সভাস্থলের প্রস্তুত করার কাজ চলছে জোর কদমে।ড্রজার দিয়ে মাটি কেটে সমতল করা হচ্ছে মাঠকে। ৫০ হাজারেরও বেশি তৃণমূল কর্মী এই সভায় উপস্থিত হবেন এমনটাই আশা তৃণমূল জেলা নেতৃত্ব। তৃণমূল নেত্রীর বুথ স্তরীয় কর্মী সম্মেলনকে কেন্দ্র করে জেলা তৃনমূল ভবনে রাজ্য ও জেলা তৃনমূল নেতৃত্বের গুরুত্বপুর্ন বৈঠক। রবিবার রাজ্য তৃনমূল নেতৃত্ব জেলা তৃনমূল নেতৃত্ব ও ব্লক স্তরের নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন বাঁকুড়া তৃনমূল ভবনে। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভায় জেলার প্রতি বুথ থেকে কমপক্ষে ১০ জন কর্মী উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে। এদিনের বৈঠকে জেলা তৃনমূল নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূল নেতা সমীর চক্রবর্তী, দুই প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত ও জ্যোৎস্না মান্ডি। এদিনের দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে অর্জুন সিং এর তৃনমূলে যোগদান প্রসঙ্গে তৃনমূল নেতা সমীর চক্রবর্তী বলেন, ২০২১ বিধানসভা নির্বচনের আগেই বলেছিলাম, যেদিন মে মাসের নির্বাচনী ফলাফল বেরোবে সেদিন যারা তৃনমূল ছেড়ে চলে যাচ্ছেন তাদের রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে হামাগুড়ি দিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরতে হবে। তারপর রবীন্দ্রনাথের বিখ্যাত গান বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও আওড়াতে শুরু করেন সমীর চক্রবর্তী। ২০২১ নির্বাচন এর রেজাল্ট বেরানোর পর থেকে সেই ঘটনা ঘটছে এবং আগামী দিনেও ঘটবে। কারন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আগামী ২০ বছরে পশ্চিমবাংলায় কেউ নেই।