সংবাদদাতা,অন্ডালঃ তদন্ত এজেন্সির অপব্যবহার, ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রাখা সহ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার বিকেলে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। নেতাজি স্টাচু মোড় থেকে মিছিলটি শুরু হয়। মাধাইগঞ্জ রোড,বাজার ঘুরে মিছিলটি শেষ হয় স্কুল মোড়ে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল,যুব জেলা সভাপতি কৌশিক মন্ডল, ব্লক শ্রমিক নেতা পার্থ দেওয়াসি, উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায়, যুব নেতা নয়ন মুখোপাধ্যায় সহ কর্মী, সমর্থকরা। মিছিল শেষে ব্লক সভাপতি কালোবরণ বাবু জানান, কেন্দ্রীয় সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি গুলিকে ব্যবহার করছে। ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না রাজ্যকে। এছাড়াও সরকারের জনবিরোধী নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল বলে জানান তিনি।