কম্বলকান্ডের ঘটনায় তৃণমূলের মৌন মিছিল ‌উখরায়

0
176

সংবাদদাতা,অন্ডালঃ কয়েকদিন আগে আসানসোল রেল পাড়ে বিজেপির কম্বল দান অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। আহত হন অনেকে। মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সেই মতো রবিবার বিকেলে উখরাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ ও মৃতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি হাতে মৌন মিছিল করা হয়। মিছিলটি শুরু হয় উখরা স্কুল মোড় নেতাজি স্ট্যাচু থেকে। শেষ হয় পুরাতন হাট তলায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতা কর্মী সমর্থকরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সভা করেছিল পুলিশের অনুমতি ছাড়াই। বিরোধী দলনেতার উপস্থিতিতে সেদিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় বিজেপির নেতারা এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। নিহত ও আহতদের পরিবারের পাশে তৃণমূল আছে বলে দাবি করেছেন এদিনের মিছিলে অংশ নেওয়া তৃণমূল কর্মী সমর্থকরা।  

LEAVE A REPLY