নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে স্কুলে মিড ডে মিলের খাবার খেলেন বিধায়ক। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচির দিদির সুরক্ষা কবচ। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বড়বেলুন ১ নম্বর অঞ্চলে বড়বেলুন গ্রামে জনসংযোগ যাত্রা সারলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। শুক্রবার প্রথমে বড়বেলুন গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে জনসংযোগ যাত্রা শুরু করেন বিধায়ক। তারপর বড়বেলুন বড়কালী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিবেশ পরিকাঠামোর পাশাপাশি মিড ডে মিলের খাবার খতিয়ে দেখা হয়। শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধে স্কুলের মিড ডে মিলের খাবার খান বিধায়ক মানগোবিন্দ অধিকারী। স্কুলের পরিবেশ পরিকাঠামো ও মিড ডে মিলের খাবারের গুণগত মানে খুশি বিধায়ক।বিধায়ক বলেন, ছাত্র-ছাত্রীদের পুষ্টির কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে স্কুলে মিড ডে মিল চালু করেছেন। পাশাপাশি সপ্তাহে মাংস, ডিম ও ফলের ব্যবস্থা করা হয়েছে। মিড ডে মিলের গুণগত মান নিয়ে অনেকেই রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছে। তাতে কোন লাভ হবে না।বাংলার ছাত্র-ছাত্রীরা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সহযোগিতায় তারা এগিয়ে যাচ্ছে।