তৃণমূলের নবজোয়ার হোঁচট খাওয়ার আশঙ্কা পুরুলিয়ায়

0
47

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৭ মেঃ তৃণমূলের নবজোয়ার হোঁচট খাওয়ার আশঙ্কা দেখা দিল পুরুলিয়ায়। ভোটের আগে প্রচার শুরু করল আদিবাসি কুড়মি সমাজ। তাদের কোনও প্রার্থীর হয়ে নয়, কার্যত ভোটে তৃণমূল কংগ্রেসকে বয়কট করার অভিযান করল কুড়মি সমাজ।  গ্রামে গ্রামে মিছিল, সমাজের সদস্যদের বাড়িতে ঝাণ্ডা বেঁধে তারই সংকেত দিল তারা। আজ থেকে এই অভিযান শুরু হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আদিবাসি কুড়মি সমাজের কোনও বাড়ির দেওয়ালে ভোটের প্রচার করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেয় তারা। একইসঙ্গে কোনও রাজনৈতিক দলের মিটিং, মিছিল ও প্রচারে সামিল হবে না আদিবাসি কুড়মি সমাজ। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন, কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকাভুক্তির দাবিতে সি আর আই কমেন্টস ও জাস্টিফিকেশন রিপোর্ট পাঠানোর ক্ষেত্রে টালবাহানা করছে রাজ্য সরকার। আদিবাসি কুড়মি সমাজের রেল রোকো আন্দোলনেও কোনরকম সদর্থক ভূমিকা পালন করেনি রাজ্য সরকার । এরই প্রতিবাদে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই অবস্থান বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি। শুধু তৃণমূল দলই নয় বাকি রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে মিটিং মিছিল ও প্রচারে এবং রাজনৈতিক ছত্রছায়ায় অংশ নেবেনা আদিবাসি কুড়মি সমাজ।পুরুলিয়াতে তৃণমূলের নবজোয়ার পৌঁছানোর আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ কুড়মি জনজাতির সিদ্ধান্তে কি রাজনৈতিক জমি হারাতে চলেছে শাসক দল? জঙ্গলমহলের বৃহৎ জনগোষ্ঠী কুড়মিদের আন্দোলনকারী সংগঠনগুলির একাধিক কর্মসূচি ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY