কথা রাখলেন অভিষেক,সিবিআই জেরা মিটিয়েই বাঁকুড়ায় নব জোয়ার কর্মসূচীতে

0
26

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ দুদিন বাদে, সোমবার থেকে আবারও শুরু হয়ে গেল তৃণমূলে নব জোয়ার কর্মসূচি।তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার বাঁকুড়া জেলা সফরের তখন সোনামুখীতে,  খবর আসে সিবিআই হাজিরা দেওয়ার। তৎক্ষণাৎ তিনি জেলা বাঁকুড়া জেলা সফর মাঝপথে ছেড়ে  চলে যান কলকাতার উদ্দেশ্যে। কিন্তু কথা দিয়েছিলেন আবার যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। কথা রেখেছেন অভিষেক, মাঝে একদিন সিবিআই জেরা আর একদিন বিশ্রাম তারপর আজ সোমবার আবার শুরু তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। বাঁকুড়ায় আবার হাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ হেলিকপ্টারে দুপুর নাগাদ তিনি এসে পৌঁছান বাঁকুড়ার ইন্দাসে। সেখান থেকেই সড়কপথে ইন্দাস হাই স্কুল খেলার মাঠে গত ৩০শে এপ্রিল সভা চলাকালীন বজ্রপাতে মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর তিনি চলে আসেন জয়পুরের কুম্ভস্থলে। সেখান থেকে শুরু হয় তার রোড শো শেষ হয় জয়পুরের কিষান মন্ডিতে। এরপর তিনি চলে আসেন বিষ্ণুপুরে। আজ বিষ্ণুপুরের নতুন গোরার মাঠে আয়োজিত হবে অধিবেশন। এই কর্মসূচিতেই বুথ সভাপতিরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য গোপন ব্যালটে তাঁদের পছন্দের প্রার্থীদের নামে ভোট দেবেন। সেখানে অস্থায়ী তাবুতে নৈশআহার এবং রাত্রি যাপন করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার কর্মসূচিতে তুমুল উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে তৃণমূল কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের মধ্যে।

LEAVE A REPLY