সংবাদদাতা, লাউদোহাঃ রবিবার লাউদোহা ব্লকের গৌরবাজার এলাকায় কেন্দ্রের জনবিরোধী নীতি ও বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এক’শ দিনের টাকা বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন প্রকল্প থেকে বাংলাকে বঞ্চিত করার প্রতিবাদে এই মিছিল। মিছিলটি গৌরবাজার মোড়ে দলীয় কার্যালয় থেকে শুরু হয়। গোটা এলাকা পরিক্রমা করে দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, স্থানীয় অঞ্চল সভাপতি উৎপল দত্ত, হরেন্দ্রনাথ পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সারা দেশের সাধারণ মানুষকে কেন্দ্র সরকার প্রতারিত করছে। বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে রাজ্যের মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে।