পুরসভার নির্দেশিকা ঘিরে বর্ধমানে টোটো নিয়ে অশান্তি

0
33

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ আবার টোটো নিয়ে অশান্তি বর্ধমানে।পঞ্চায়েত এলাকার টোটো বর্ধমান শহরে ঢুকতে পারবে না।এই মর্মে নির্দেশিকা চালু করেছে পৌরসভা।তাতেই এবার পঞ্চায়েত এলাকার ক্ষুদ্ধ টোটো চালকরা বিক্ষোভ সামিল হন। সোমবার বর্ধমান জি টি রোডের ডিভিসি মোড় এলাকায় বৈকন্ঠপুর ১ ও বৈকন্ঠপুর ২ নম্বর এই দুই পঞ্চায়েত এলাকার টোটো চালকরা পরিষেবা বন্ধ রেখে রাস্তার পাশে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি পৌরসভা এলাকার যে সমস্ত টোটো পঞ্চায়েত এলাকার দিকে যাওয়ার চেষ্টা করে যাত্রী নিয়ে তাদের আটকে যাত্রীদের নামিয়ে টোটো ঘুরিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত এলাকার টোটো চালক শশাঙ্কশেখর পাঁজার অভিযোগ, তারা যখন যাত্রী  নিয়ে বর্ধমান পৌরসভা এলাকার মধ্য দিয়ে প্রবেশ করে তখন তাদের বাধা দেওয়া হচ্ছে। কখনো কখনো তাদের মারধরও করা হচ্ছে। এরই প্রতিবাদে জিটি রোডের ডিভিসি মোড় এলাকায় পৌরসভার সমস্ত টোটো আটকে দিয়েছেন। টোটো থেকে যাত্রীদের নামিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। তাদের দাবি পৌরসভার টোটো যদি পঞ্চায়েত এলাকায় ঢোকে তাহলে আমাদের পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভা এলাকায় ঢুকতে দিতে হবে।পরে বর্ধমান থানার  পুলিশ ঘটনাস্থলে গিয়ে টোটো চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টোটো চালকদের এই আন্দোলনের ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। যে সমস্ত যাত্রী পুলিশ লাইন, কার্জন গেট, অথবা বীরহাটা থেকে উল্লাস যাবে বলে টোটো ধরেছিলেন তাদেরকে সেখানে মাঝপথে নামিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY