সার্থক কুমার দে,অন্ডালঃ মিনিবাস মালিকের বিরুদ্ধে টোটোতে অসুস্থ মহিলাকে নিয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা,রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। বৃহস্পতিবার অন্ডালের দক্ষিণখন্ড মোড়ের ঘটনা। দক্ষিণখন্ড গ্রামের বাউরী পাড়ার বাসিন্দা অন্ডাল ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার অমন বাউরী বৃহস্পতিবার তার গর্ভবতী স্ত্রী ইন্দিরা বাউরিকে ডাক্তার দেখাতে রানীগঞ্জ নিয়ে যান। ডাক্তার দেখিয়ে বেলা দেড়টা নাগাদ বাসে করে অন্ডাল মোড়ে নামেন। বাসে ভিড় থাকায় অসুস্থ স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার জন্য অমনবাবু একটি টোটো ডেকে আনেন। তারা টোটোতে চাপার পর দাঁড়িয়ে থাকা মিনি বাসের কর্মীরা টোটোর চাবি কেড়ে নেন বলে অভিযোগ। বাস স্ট্যান্ড থেকে টোটোতে যাত্রী তোলার নিয়ম নেই বলে মিনিবাস কর্মীরা জানান। এমন অবস্থায় অমনবাবু বাস কর্মীদের জানান, তার স্ত্রী অসুস্থ, তাদের টোটোতে যেতে দেওয়া হোক, কিন্তু এতে মিনিবাস কর্মীরা কর্ণপাত করেনি বলে অভিযোগ। এরপর স্ট্যান্ড থেকে একটু দূরে অন্য টোটোতে করে অসুস্থ স্ত্রীকে নিয়ে দক্ষিণখন্ড ফেরেন অমন। ঘটনার কথা জানান স্থানীয় বাউরী সমাজ সংগঠনের সদস্যদের। এরপর স্থানীয় বাসিন্দারা ও বাউরী সমাজের পক্ষে ঘটনার প্রতিবাদে বেলা দুটো নাগাদ অন্ডাল-উখড়া রাস্তার দক্ষিণখন্ড মোড়ে রাস্তা অবরোধ করা হয়। সন্ধ্যার পরও অবরোধ চলতে থাকে। ফলে রাস্তায় তৈরি হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানা ও উখড়া ফাঁড়ির পুলিশ। পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করা হয়, কিন্তু তাতে কাজ হয়নি। অবরোধকারীরা দাবি জানাতে থাকেন মিনি বাস কর্মীদের ঘটনাস্থলে এসে ক্ষমা চাইতে হবে। অসুস্থ ইন্দিরা বাউরি জানান,অভিযুক্ত মিনি বাসের কর্মী ও মালিক তাদের সাথে দুর্ব্যবহার করেছেন, স্বামী ট্রাফিক পুলিশের সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে কাজ করেন, তাই বিষয়টি অন্ডাল ট্রাফিক গার্ডের ওসি এম,ডি আলীকে জানানো হয়, কিন্তু তিনিও কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ ইন্দিরা দেবীর। ট্রাফিক ওসির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্ত মিনি বাসের কর্মী ও মালিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।
Home পশ্চিম বর্দ্ধমান অসুস্থ মহিলাকে টোটোতে উঠতে বাধা মিনিবাস কর্মীর,প্রতিবাদে রাস্তা অবরোধে উত্তেজনা অন্ডালে