নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ টাওয়ার লাগানোর নাম করে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করলো বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ। ধৃতদের নাম শেখ সানোয়ার হুসেন ও শেখ আমানত আলী। দুজনেরই বাড়ি কলকাতা তিলজলা এলাকায়। আজ এই দুজনকেই বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। গত সেপ্টেম্বর মাসে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই গতকাল এই দুজনকে কলকাতা থেকে গ্রেফতার করে বড়জোড়া থানার পুলিশ। অভিযোগ, ফোন করে ওই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় এক লক্ষ আড়াই হাজার টাকার মতো তছরুপ করেছে এই দুই অভিযুক্ত এমনটাই পুলিশ সূত্রে খবর।