অন্ডাল বিমানবন্দরে সাব ট্রাফিক গার্ড কন্ট্রোল রুমের উদ্বোধন

0
190

সংবাদদাতা, অন্ডালঃ বুধবার অন্ডাল বিমানবন্দর চত্বরে উদ্বোধন হলো সাব ট্রাফিক গার্ড কন্ট্রোল রুমের। উদ্বোধন করলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলাকান্তম, অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীন পান্ডে সহ অন্যরা। পুলিশ কমিশনার নীলাকান্তম জানান, অন্ডালে কাজী নজরুল বিমানবন্দর চত্বরে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ট্রাফিক গার্ড পুলিশ। এতদিন এখানে ট্রাফিক কন্ট্রোল রুম ছিল না।যার ফলে কিছু অসুবিধা হতো। এদিন এখানে সাব ট্রাফিক গার্ড কন্ট্রোল রুমের উদ্বোধন হলো। এই কন্ট্রোল রুম থেকে এবার সব কাজ পরিচালনা হবে। পাশাপাশি তিনি জানান, বিমানবন্দর চত্বরে আইনশৃঙ্খলার উপর নজরদারির জন্য একটি পৃথক থানা করার প্রস্তাব রয়েছে। অনুমতি পেলে এখানে নতুন থানা করা হবে। উল্লেখ্য, কয়েক দিন আগেই দূবচুরুড়িয়া মোড়ে বিমানবন্দর ঢোকার রাস্তায় একটি গেট নির্মাণ করা হয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায়। গেটটি তৈরি করতে খরচ হয়েছে ২১ লক্ষ ৮৯ হাজার ৭২৫ টাকা। পরিকাঠামো উন্নয়নের জন্য আরও কিছু কাজ রয়েছে, আগামী দিনে সেগুলি সম্পূর্ণ করা হবে বলে অন্ডাল বিমান বন্দরের এক আধিকারিক জানান।  

LEAVE A REPLY