উখরায় সিউড়ি-শিয়ালদহ মিমু এক্সপ্রেসের স্টপেজের দাবিতে স্মারকলিপি

0
230

নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ সোমবার চালু হলো সিউড়ি থেকে শিয়ালদহ গামী  মিমু এক্সপ্রেস নামে একটি নতুন ট্রেন। এদিন সিউড়ি থেকে ট্রেনটি প্রথমবার যাত্রা শুরু করে পাড়ি দেয় শিয়ালদহর উদ্দেশ্যে। যাত্রা পথে সিউড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেনটি দাঁড়াবে মোট ন’টি স্টেশন।‌ নতুন ট্রেনটি চালু হওয়ায় খুশি রেলযাত্রীরা। এতদিন শিয়ালদহ যেতে হলে এই এলাকার যাত্রীদের আগে পৌঁছাতে হতো হাওড়া। সেখান থেকে ট্রেন পাল্টে অথবা বাসে করে যাওয়া যেত শিয়ালদহ। ট্রেনটি চালু হওয়ায় এখন সরাসরি সেখানে পৌঁছানো যাবে। নতুন ট্রেনটি সিউড়ি থেকে ছাড়ার পর দাঁড়াবে পাণ্ডবেশ্বর ও অন্ডালে। উখরা স্টেশনে ট্রেনটির কোন স্টপেজ নেই। একথা জানতে পেরে উখরা গ্রাম পঞ্চায়েত ও বাসিন্দাদের পক্ষ থেকে এদিন বিকেলে যাতে নতুন ট্রেনটি উখড়া স্টেশন এ দাঁড়াই সেই দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয় স্টেশন মাস্টারের হাতে। উখরা গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান রাজু মুখোপাধ্যায় বলেন উখড়া ও আশপাশের বেশ কয়েকটি এলাকার যাত্রীরা নিয়মিত শিয়ালদহ যান। ঘুর পথে তাদের যেতে হয়, এর জন্য সময় ও বেশি খরচ হয়। উখড়া স্টেশনে ট্রেনটি দাঁড়ালে পর্যাপ্ত যাত্রী যেমন হবে তেমনি সুবিধা হবে যাত্রীদেরও। স্টপেজের দাবিতেই এদিন স্মারকলিপি দেওয়া হয় বলে জানান তিনি। উখড়া রেলস্টেশনের আধিকারিক সুশীল কুমার মন্ডল জানান বাসিন্দাদের দাবি সনদটি উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

LEAVE A REPLY