নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ মামার বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ হল দুই ভাই। জখম দুই ভাইকে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করা হয় দু’জনকেই। রবিবার উত্তর ২৪ পরগনার হাবরা থানার জিওলডাঙ্গা এলাকায় ঘুরতে গিয়ে সন্ধ্যায় গুলি লাগে শ্রীমান দাস ওরফে মনি দাস ও শুকদেব দাসের। তাদের বাড়ি পূর্ব বর্ধমানের আউসগ্রামে। মনি দাসের হাতে গুলি লাগে এবং সুখদেব দাসের বাঁদিকের পাঁজরে গুলি লেগেছে। দুস্কৃতিরা সুখদেবের মাথাও ফাটিয়ে দিয়েছে হেলমেট দিয়ে এবং সুখদেবের মোবাইলটা কেড়ে নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। মনি এবং শুখদেব দু’ভাই হাবরা থানার অন্তর্গত জিওলডাঙ্গা গ্রামে মামার বাড়ি থেকে ওই গ্রামেরই অন্য পাড়ায় মাসির বাড়িতে যাচ্ছিল রাত আটটা নাগাদ। নবোদয় ক্লাবের সামনে ওই দু’জনের সঙ্গেই বচসা হয় এবং মারধর করে সুখ দেবের মোবাইলটি কেড়ে নিয়ে চলে যায়। দু’জনই এখন কলকাতার নীলরতন সরকার হাসপাতালের পাশে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে। গত বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভালকি থেকে মনি দাসের শ্বশুর বাড়ি উত্তর ২৪ পরগণার হালিশহরে যায় দু’ভাই একসঙ্গে। হালিশহর থেকে বৃহস্পতিবার দিন মামার বাড়ি জিওলডাঙ্গা গ্রামে যায় তারা। তার পর রবিবার রাতে মামার বাড়ি থেকে মাসির বাড়ি যাওয়ার পথে নবোদয় ক্লাবের সামনে ঘটনাটি ঘটে। দু’ভাই চেন্নাইতে নির্মাণ শ্রমিকের কাজ করেন।