সাথী প্রামানিক, পুরুলিয়া, ১১ মে: দুই প্রতিবেশীর বিবাদে মৃত ২ যুবক, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ জন। বুধবার রাতে ঘটনাটি ঘটে রঘুনাথপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডে। মৃত দুই যুবকের নাম সুরজ বাউরি (১৬) ও তাঁর দাদা প্রতীক বাউরি (১৮)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃত দুই ভাইয়ের বাবা বাপি বাউরী ও প্রতিবেশী অভিযুক্ত মন্টু বাউরি। ঘটনাকে ঘিরে গতকাল রাত থেকেই থমথমে পরিস্থিতি রয়েছে এলাকায়। জানা গিয়েছে, বুধবার রাতে মন্টু বাউরির সঙ্গে পড়শী সুরজ বাউরির বিবাদ শুরু হয়। খবর পেয়ে মধ্যস্থতা করতে ছুটে আসেন সুরজের বাবা বাপি বাউরি ও দাদা প্রতীক বাউরী। অভিযোগ এরপরই ধারালো অস্ত্র দিয়ে তাঁদের উপর হামলা চালায় প্রতিবেশী মন্টু বাউরী। ঘটনার জেরে চারজনেই গুরুতর আহত হয়। তাঁদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা সুরজ বাউরি (১৬) ও তাঁর দাদা প্রতীক বাউরিকে (১৮) মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে বাপি বাউরী ও মন্টু বাউরী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। মন্টু বাউরিকে রঘুনাথপুর থানার পুলিশ নজরে রেখেছে।