জমির দখল নিয়ে পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপে জখম দুই

0
49

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ জমির দখল নিয়ে পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপে জখম হল দু’জন।ঘটনা পূর্ববর্ধমানের ভাতারের রাজিপুর গ্রামে।গুরুতরভাবে জখম ২ জনকে প্রথমে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকোল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় জখম দু’জনকে।সচাষযোগ্য জমির দখলদারী নিয়ে বিবাদে জড়িয়ে পরে সম্পর্কে ভগ্নিপতি নূর মহম্মদ ও তার সমন্ধি ইয়ার মহম্মদের পরিবারের সদস্যরা।অভিযোগ,বচসা চলাকালীনই নূর মহম্মদ ও তার ছেলে সেখ নাজমূল হাসানকে লক্ষ্য করে   ধারালো অস্ত্রের কোপ মারে ইয়ার মহম্মদ ও তার পরিবারের সদস্যরা।ঘটনায় গুরুতরভাবে জখম হন নূর মহম্মদ ও তার ছেলে সেখ নাজমূল হাসান । ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে ইয়ার মহম্মদ ও তার পরিবারের সদস্যরা।নূর মহম্মদের পরিবারের তরফে ইতিমধ্যেই ভাতার থানায় অভিযোগ করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY