সার্থককুমার দে,অন্ডালঃ গত দু’বছর করোনা সংক্রমণ ও লকডাউন এর কারণে রথযাত্রা ঘিরে কোন উৎসব হয়নি। এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় সাধারণ মানুষ রথযাত্রা দেখা ও উৎসবে অংশগ্রহণ করতে পারবে বলে আশা। আগামী পয়লা জুলাই হবে রথযাত্রা উৎসব। উৎসব ঘিরে দেশজুড়ে চলছে প্রস্তুতি। ব্যতিক্রম নই খনি অঞ্চলও। অন্ডালের উখরা গ্রামে জমিদার বাড়ীর রথ ঘিরে প্রতি বছর উৎসব হয়। সাবেক বর্ধমান জেলার প্রাচীন ও ঐতিহ্য পূর্ণ রথ গুলির মধ্যে উখড়া গ্রামের জমিদার বাড়ীর রথ অন্যতম। ১৮২ বৎসর আগে ইংরেজি ১৮৪১ খ্রিস্টাব্দে তৎকালীন উখড়া গ্রামের জমিদার শম্ভুনাথ লাল সিংহ হান্ডে এই রথের সূচনা করেন। রথ উপলক্ষে বর্তমানে চলছে রথ ও রথ ঘর সংস্কারের কাজ। জমিদার পরিবারের সদস্য অনুরণ লাল সিংহ হান্ডে জানান সূচনা কালে জমিদার বাড়ির রথ ছিল কাঠের। কয়েক বছর পরে পিতলের রথ নির্মাণ করা হয়। রথটি যত্নে রাখার জন্য রয়েছে প্রায় ৩৫ ফুট লম্বা ও ১৮ ফুট চওড়া প্রাচীন রথ ঘর। বর্তমানে সেটির সংস্কারের কাজ চলছে। অনুরণবাবু বলেন, রথ ঘরটি কয়েকবার ছোটখাটো সংস্কারের কাজ করা হলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ সংস্কারের কাজ হচ্ছে। ঘরটির বাইরের দেওয়াল জুড়ে করা হচ্ছে টেরাকোটার কারুকাজ। বিভিন্ন দেবদেবীর মূর্তির পাশাপাশি রথ যাত্রার বিভিন্ন মুহূর্তের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হচ্ছে টেরাকোটার কাজে। নিখুঁত কাজের জন্য আনা হয়েছে পার্শ্ববর্তী বীরভূম জেলা থেকে অভিজ্ঞ শিল্পীদের। সংস্কারের ৯৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি কাজ চলছে। রথের পর সেই কাজ সম্পন্ন হবে বলে অনুরনবাবু জানান।