নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: উল্টোরথকে কেন্দ্র করে গতকাল রাতে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হল বাঁকুড়া শহরের লালবাজার সানঘাট এলাকা। রথ দেখাকে কেন্দ্র করে স্থানীয় মুচি পাড়া ও মালাকার পাড়ার বাসিন্দাদের মধ্যে বচসা বাধে। পরে সেই বচসা সংঘর্ষের চেহারা নেয়। ঘটনায় দুপক্ষের দশ জনেরও বেশি আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কিছু স্থানীয় যুবককে আটক করে বাঁকুড়া সদর থানায় নিয়ে যায়। গত দুবছর করোনার জেরে রথ উৎসবকে ঘিরে সেভাবে উন্মাদনা না থাকায় এবার যে আবেগ ও উন্মাদনা বেশি থাকবে তা আগে থেকেই টের পেয়েছিল পুলিশ। সেজন্য সোজা রথ ও উলটোরথ দুদিনই রথযাত্রাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারপরও এড়ানো গেলনা অশান্তি। জানা গেছে বাঁকুড়া শহরের বড় রথ গভীর রাতে নতুনগঞ্জ থেকে লালবাজার হয়ে ফের তা নতুনগঞ্জে ফিরে আসার সময় গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ রথটি লালবাজার সানঘাট পেরোনোর পরেই রথের পিছনে থাকা জটলায় পাঁচ নম্বর ওয়ার্ড ও ছ’ নম্বর ওয়ার্ডের যথাক্রমে মুচি পাড়া ও মালাকার পাড়ার মধ্যে প্রথমে বচসা ও পরে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি হয়। ইটের আঘাতে আহত হয় দুপক্ষের দশ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যুযুধান দুপক্ষকেই হঠিয়ে দেয়। সংঘর্ষের সাথে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয় দুপক্ষেরই বেশ কয়েকজনকে।