নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। ঘোষণা হয়নি কোনো রাজনৈতিক দলের প্রার্থী তালিকাও। তার আগেই বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দেশুড়িয়া গ্রামে রীতিমত প্রার্থীর নাম লিখে দেওয়াল লিখন করল বিজেপি। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। গেরুয়া শিবির বিষয়টি নিয়ে স্থানীয় নেতৃত্বের কাছে কারন জানতে চেয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃনমূল। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা না হলেও গ্রাম পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে সব রাজনৈতিক দলেই। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়েও চলছে জোর প্রস্তুতি। আর তারই মাঝে একেবারে প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন দেখা গেল বাঁকুড়ার দেশুড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে দেশুড়িয়া গ্রামের একটি দেওয়ালে স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসাবে মিতা সিংহর নাম লিখে তাঁর পক্ষে ভোটদানের আবেদন জানানো হয়েছে। বিষয়টি নজরে আসতেই আজ তড়িঘড়ি দেওয়াল লিখনের প্রার্থীর নাম লেখা অংশ মুছে ফেলা হয়। এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ে ইতিমধ্যেই বিজেপির মন্ডল নেতৃত্ব স্থানীয় অঞ্চল নেতৃত্বের কাছে জবাব তলব করেছে। তৃনমূল বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবী এলাকায় বিজেপি নেই। জোর করে বিজেপির অস্তিত্ব প্রামণের জন্যই এমনটা করা হয়েছে।