নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ গরম যত বাড়ছে ততই নামছে ভূগর্ভস্থ জলস্তর। শুকিয়ে গেছে কুয়ো। বিকল হয়ে পড়ছে নলকূপ। এই অবস্থায় গ্রামে বাড়ছে জলের জন্য হাহাকার। গ্রামের বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের জন্য কল বসানো হলেও সেই কল দিয়ে জল পড়েনা। গ্রামে পানীয় জল সরবরাহের দাবীতে রাস্তায় নেমে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারা। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া গ্রামের রুইদাস পাড়ার। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া গ্রামের রুইদাস পাড়ায় জলের অভাব বছরভর লেগেই রয়েছে। মাস সাতেক আগে গ্রামের জল সঙ্কট মেটানোর জন্য বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের কল বসানো হয়। কিন্তু সেই কল দিয়ে এক ফোঁটা জল পড়েনা। গরম বাড়তেই ওই গ্রামে ক্রমশ তীব্র হচ্ছে জল সঙ্কট। সামান্য জলের জন্য শুরু হয়েছে হাহাকার। স্থানীয়দের দাবী এই পরিস্থিতিতে পুকুরের জল খেয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। এই ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে গ্রামের জল সঙ্কট সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে আজ সকাল থেকে বড়জোড়া সোনামুখী রাস্তায় হাট আশুড়িয়া মোড় অবরোধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলার