সাথী প্রামানিক, পুরুলিয়া, ১২ মার্চঃ স্ত্রীকে খুন করে হাসপাতালে চিকিৎসাধীন স্বামীকে গ্রেফতার করল আড়ষা থানার পুলিশ।আড়ষা থানার হাড়মাডি গ্রামে খুনের ঘটনাটি ঘটেছে।ধৃতকে আজ পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হলে পুলিশ হেফাজত হয় তার। গত বৃহস্পতিবার ভোর নাগাদ উমেশ মাঝি তার স্ত্রী হীমানি মাঝিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। তার পর নিজের হাতের তিনটি আঙ্গুল কেটে নেয় সে। তার বাড়ি থেকে বেরিয়ে পাশের গ্রামে বন্ধুকে বলে হাসপাতালে ভর্তি করার জন্য।শুক্রবার প্রথমে সিরকাবাদে আড়ষা ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় শুক্রবার রাতেই। শনিবার আড়ষা থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।