নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ১৫০ টাকার টিকিট কিনে লটারিতে ১ কোটি টাকা জিতে নিয়েছেন এক গরীব পরিবারের মানুষ। পূর্ব বর্ধমানের রায়নার শ্রীধর গ্রামে তার বাড়ি। তিনি একদিকে লরির ক্লিনার অন্যদিকে দিনমজুর। একদিকে লটারি কাটা এবং জুয়া খেলার নেশায় পড়ে বহু মানুষ নিঃস্ব হয়ে যান। অন্যদিকে আবার লটারি কেটে কোটিপতি হয়েছেন এমন নজির অনেক। তবে এবার লটারি টিকিট কেটে রীতিমত কোটিপতি হয়ে গেলেন লরির হেল্পার সুজল চন্দ্র কোণার। তার বাড়ি রায়না ১ ব্লকের শ্রীধর এলাকায়। গতকাল খবরটা পাওয়ার পর থেকেই আনন্দে ভাসছেন তিনি। ব্যাংকের মাধ্যমে চেক ভাঙ্গানোর পর সেই টাকা দিয়ে জমি বা জায়গা কেনার ইচ্ছে প্রকাশ করেছেন ওই ব্যক্তি। অন্যদিকে,বছর দুয়েক ব্যবসা করছেন তারামা লটারি সেন্টার এর কর্ণধার আকাশ সাঁতরা। সেহারবাজার স্টেট ব্যাংক এর সামনে লটারির দোকান তাঁর। রাজ এন্টারপ্রাইজ এর কাছ থেকে লটারির টিকিট কিনে বিক্রি করেন তিনি। ইতিপূর্বে রাজ এন্টারপ্রাইজ থেকে ফার্স্ট প্রাইস হিসেবে কোটি টাকা জিতেছেন আরো দু একজন। এক কোটি টাকার প্রথম পুরস্কার জেতার পাশাপাশি একবার তিন কোটি টাকার পুরস্কার জিতে নিয়েছিলেন এক দরিদ্র পরিবারের মানুষ। জানালেন রাজ এন্টারপ্রাইজের কর্ণধার সেখ লকাই। এই টিকিটের বিক্রেতা তারা মা লটারি সেন্টারের কর্ণধার আকাশ সাঁতরা জানান এতদিন ধরে বিভিন্ন ধরণের পুরস্কার গ্রাহকরা পেলেও এত বড় অঙ্কের টাকার প্রথম পুরস্কার হিসেবে কেউ পায়নি তার সেন্টার থেকে। ইতিমধ্যেই ওই লটারি টিকিট জমা দেওয়া হয়েছে সেহারা পুলিশ ফাঁড়িতে। প্রাপক সুজল কোঙার জানান,তারা গরিব মানুষ। কষ্টে দিন কাটে। এতবড় পুরস্কার পেয়ে যাবেন ভাবেন নি। কপালের নাম গোপাল।