দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু মহিলার

0
230

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফের দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল এক মহিলা। ঘটনা বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের কেঞ্জাকুড়া সঞ্জীবনী ঘাটের। পুলিশ সুত্রে জানা গেছে স্থানীয় কেঞ্জাকুড়া গ্রামের সীমা দত্ত(৩৯) নামে এক গৃহবধূ স্নান করতে গিয়েছিলেন দ্বারকেশ্বর নদের ওই ঘাটে। এরপরে দ্বারকেশ্বর নদের স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। সকাল সাড়ে ৮ টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধার কার্যে হাত লাগান স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্স ও বাঁকুড়া সদর থানার পুলিশ। নিখোঁজ মহিলার খোঁজে নদী বক্ষে জোরদার তল্লাশি চালিয়ে চার ঘন্টার চেষ্টায় খোঁজ মিলল মৃতদেহের। বাঁকুড়া থেকে সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম দিয়ে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় স্থানীয় গৃহবধু সীমা দত্তের মৃতদের।বাঁকুড়া সদর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

LEAVE A REPLY