সংবাদদাতা,লাউদোহাঃ অসুস্থ এক মহিলার বিনা চিকিৎসায় মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়।ডাক্তারের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো মৃতার আত্মীয় ও স্থানীয়রা। মঙ্গলবার রাতে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলার নতুনডাঙ্গা এলাকায় মৃত্যু হয় পূর্ণিমা বাদ্যকর (৪০) নামে এক মহিলার। অভিযোগ মঙ্গলবার রাত এগারোটা নাগাদ অসুস্থ পূর্ণিমা দেবীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় চিকিৎসক সুব্রত মুখার্জির বাড়িতে। দীর্ঘক্ষণ ডাকাডাকি করা সত্ত্বেও ওই চিকিৎসক দরজা খোলেনি বলে অভিযোগ। ঘন্টাখানেক পর একটি গাড়ি ডেকে মহিলাকে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। সময় মতো চিকিৎসা হলে মহিলাকে বাঁচানো যেত বলে মত স্থানীয়দের। মহিলার মৃত্যু ও চিকিৎসকের এরূপ আচরণে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বুধবার সকালে মৃত মহিলার পরিবার, আত্মীয় ও স্থানীয়দের একাংশ ডাক্তারের বাড়িঘরে বিক্ষোভ দেখায়। এতে এলাকায় তৈরি হয় উত্তেজনা। অভিযুক্ত চিকিৎসকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।