সংবাদদাতা,অন্ডালঃ অন্ডাল থানার পুলিশের উদ্যোগে আয়োজিত হল মহিলা প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার বিকেলে খেলাটি হয় উখড়া পূজারী মাঠে। খেলায় অংশ নিয়েছিল উখড়া পূজারী কোচিং ক্যাম্প ও পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য থাকায় টাইব্রেকারে হয় খেলার মীমাংসা। ২-০ গোলে পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমিকে হারিয়ে জয়ী হয় উখড়া পূজারী কোচিং ক্যাম্প। ম্যান অফ দ্যা ম্যাচ হন পাণ্ডবেশ্বর দলের মাম্পি সৌরেন। সেরা গোলকিপারের পুরস্কার পান জয়ী দলের ঝিলিক বাউরী। খেলা দেখতে উপস্থিত ছিলেন এসিপি অন্ডাল ওমর আলী মোল্লা, সিআইবি দুর্গাপুর পিন্টু সাহা, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী।