নারী দিবস উপলক্ষে মহিলা ফুটবল প্রতিযোগিতা

0
41

সংবাদদাতা,অন্ডালঃ নারী দিবস উপলক্ষে আয়োজিত হল একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতা। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (দামোদর-অজয় নর্থ এরিয়া কমিটি)পরিচালিত ফুটবল টুর্নামেন্টটি শনিবার হয় খান্দরা বৃদ্ধাশ্রম সংলগ্ন মাঠে। অংশ নিয়েছিল আটটি দল। ফাইনালে পড়াশকোল ডি এন এন ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মধুসূদনপুর বিরসা মুন্ডা আদিবাসী ক্লাব। জয়ী দলের পক্ষে ফাইনালে গোল দুটি করেন সোনামণি সরেন। তিনি ম্যাচ ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী তথা জামুরিয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক জাহারানা খান, সংগঠনের জেলা সভানেত্রী তৃষ্ণা দাশগুপ্ত, শান্তি মজুমদার, মঞ্জু বোস প্রমূখ। সংগঠকদের পক্ষে দেবমিতা সরকার জানান, নারী দিবস উপলক্ষে এদিন মহিলাদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল।

LEAVE A REPLY