কাজে যোগ দেওয়ার তিন দিনের মধ্যেই দুর্ঘটনায় মৃত্যু দুর্গাপুরের এক শ্রমিকের

0
151

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ কর্মরত অবস্থায় মাথায় লোহার রডের বান্ডিল পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম রাকেশ বাউড়ি (২৫)। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে কাঞ্জিলাল এভিনিউতে বেসরকারি সুপার স্মেলটার কারখানায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ধনঞ্জয় দাস নামে আরও এক শ্রমিক। তাকে আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানা সূত্রে জানা গেছে, মাত্র তিনদিন আগে একটি ঠিকাদার সংস্থার অধীনে কাজে যোগ দিয়েছিল রাকেশ। তার পিএফ, ইএসআই কিছু ছিল না। মঙ্গলবার ভোরে কারখানার বাইন্ডিং বিভাগে রড বেধে লোডিং করার সময় হঠাৎ রাকেশের মাথায় এক বান্ডিল রড পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত করা হবে। মৃত রাকেশ বাউড়ির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

LEAVE A REPLY