বঞ্চনার বিরুদ্ধে কারখানার গেট আটকে থালা হাতে বিক্ষোভ শ্রমিকদের

0
32

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ দিনের পর দিন শ্রমিকদের উপর কারখানা কর্তৃপক্ষের বঞ্চনা ও বিভিন্ন বেনিয়মের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ আছড়ে পড়ল কারখানার গেটে। শনিবার সকাল থেকে বিজেপির শ্রমিক সংগঠনের ব্যানারে শ্রমিকরা হাতে থালা নিয়ে কারখানার গেট আটকে বিক্ষোভে সামিল হন। ঘটনাটি ঘটে বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের সনিক থার্মাল প্রাইভেট লিমিটেড নামের  একটি বেসরকারী কারখানায়। এদিনের আন্দোলনকারী শ্রমিকদের দাবী সনিক থার্মাল প্রাইভেট লিমিটেড নামের ওই বেসরকারী কারখানা কর্তৃপক্ষ দিনের পর দিন শ্রমিকদের বঞ্চনা করে আসছে। অযথা যখন তখন ইচ্ছেমতো শ্রমিকদের বরখাস্ত করা হচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলেই মিলছে ধমক চমক। অনেকক্ষেত্রে প্রতিবাদী শ্রমিকদের কারখানার ভেতরে তালাবন্ধ করে রাখা হচ্ছে। এছাড়াও পিএফ এর প্রাপ্য টাকা আটকে রাখা হচ্ছে। অবিলম্বে শ্রমিকদের প্রতি এই বঞ্চনা বন্ধ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী বিজেপির শ্রমিক সংগঠনের নেতৃত্ব।

LEAVE A REPLY