শ্রমিক নেতাকে মারধরের অভিযোগ এরিয়া ইন্সপেক্টরের বিরুদ্ধে

0
69

সংবাদদাতা,অন্ডালঃ  শ্রমিক নেতাকে মারধর ও গালিগালাজের অভিযোগ উঠল এরিয়া সিকিউরিটি ইন্সপেক্টরের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়ায় কাজোরা এরিয়া অফিস চত্বরে। সম্প্রতি ইসিএলের কাজোরা এরিয়ার জেনারেল ম্যানেজার সিকিউরিটি সাব ইন্সপেক্টর বিনয় যাদবকে পেট্রোলিং ডিউটির দায়িত্ব দেন। আধিকারিকের নির্দেশ মতো বিনয় যাদব পেট্রোলিং ডিউটি করতে গেলে তাতে বাধা দেন এরিয়ার সিকিউরিটি ইন্সপেক্টর অমিত যাদব। বিনয়বাবু তার কাজে অমিত যাদবের হস্তক্ষেপের অভিযোগ জানিয়ে নালিশ করেন এরিয়ার শ্রমিক সংগঠন কেকেএসসি সংগঠনের নেতৃত্বের কাছে। সোমবার বিষয়টি নিয়ে সংগঠনের কাজোরা এরিয়ার সম্পাদক ঘনশ্যাম হরিজন এরিয়া অফিস যান জেনারেল ম্যানেজারের সাথে কথা বলতে। অফিস চত্বরে তার দেখা হয়ে যায় অভিযুক্ত অমিত যাদবের সাথে। বিনয়বাবুর কাজে কেন হস্তক্ষেপ করছেন জানতে চাইলে অমিত যাদব তাকে মারধর এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ঘনশ্যামবাবু। বিষয়টি নিয়ে এরিয়া অফিস চত্বরে তৈরি হয় উত্তেজনা। খবর পেয়ে সেখানে পৌঁছান কেকেএসপি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সংগঠনের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার এস কে চৌধুরীর কাছে অমিত যাদবের বিরুদ্ধে করা হয় নালিশ। অভিযুক্তকে দ্রুত অন্যত্র বদলি করার দাবিতে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। জেনারেল ম্যানেজার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত এরিয়া সিকিউরিটি ইন্সপেক্টর অমিত যাদব। তিনি জানান, আমি কাউকে মারধর অথবা আপত্তিকর কথা বলিনি। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে পাল্টা দাবি করেন অমিতবাবু।

LEAVE A REPLY