সংবাদদাতা, অন্ডালঃ বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে শনিবার রাজ্য জুড়ে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। খান্দরা এলাকায় নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর শাখার উদ্যোগে এই দিন শোভাযাত্রা, বসে আঁকো প্রতিযোগিতা ও নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। খান্দরা বিধানচন্দ্র প্রতিবন্ধী কেন্দ্র-এর শিক্ষার্থীদের নিয়ে এদিন শোভাযাত্রা হয়। প্রতিবন্ধী কেন্দ্র থেকে শুরু হয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি, শেষ হয় প্রতিবন্ধী কেন্দ্রে ফিরে এসে। দ্বিতীয় পর্বে সেখানে হয় বসে আঁকো প্রতিযোগিতা ও নাচ গানের অনুষ্ঠান। খান্দরা প্রতিবন্ধী কেন্দ্রের প্রধান শিক্ষক গৌতম সিনহা জানান, প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা এই দিনটি উদযাপন করেন। এদিন অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগিতার হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।