দুর্গাপুরে পালিত ‘বিশ্ব স্ট্রোক দিবস’

0
236

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ২৯ অক্টোবর ‘বিশ্ব স্ট্রোক দিবস’ উপলক্ষ্যে একটি সেমিনার আয়োজিত হল দুর্গাপুরের আরোগ্য চিকিৎসা কেন্দ্রে। ২০১০ সাল থেকে এই দিনটি ‘বিশ্ব স্ট্রোক দিবস’ হিসাবে পালিত হচ্ছে। কেন স্ট্রোক হয়। স্ট্রোক হলে কী করণীয়। স্ট্রোকের চিকিৎসা কী। রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা কতখানি। স্ট্রোক সংক্রান্ত নানা বিষয় নিয়ে এদিনের সেমিনারে আলোচনা করেন বিশিষ্ট নিউরো চিকিৎসক প্রবীন কুমার যাদব। বেশ কিছু রোগীকে এদিন বিনামূল্যে চিকিৎসা করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ,পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম,দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়  সহ অন্যান্য বিশিষ্টরা।

LEAVE A REPLY