বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্ৰ করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব,বেশ কয়েকজন আহত

0
122

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ রবিবার রাতে পূর্ব বর্ধমানের হারাধনপল্লী এলাকায় খেলার মাঠে জায়ান্ট স্ক্রীনে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার আয়োজন করে এলাকার তৃণমূল নেতা সেখ সবুর আলি ওরফে কালুয়া।পাল্টা কালুয়ার বিরুদ্ধগোষ্ঠী বলে পরিচিত পিকু রায় ও দিপু রায়ের গোষ্ঠীও স্থানীয় ক্লাবে খেলা দেখার আয়োজন করে। যেহেতু কালুয়া গোষ্ঠীতে আর্জেন্টিনার সমর্থক বেশী ছিলো তাই পিকু ও দিপুর সমর্থকরা ফ্রান্সকে সাপোর্ট করে বলে কালুয়া গোষ্ঠীর অভিযোগ।যদিও দিপু ও পিকু গোষ্ঠীরও পাল্টা একই অভিযোগ।খেলায় আর্জেন্টিনার জয় লাভ করলে একে অপরের বিরুদ্ধে কুমন্তব্যের বহর বাড়তে থাকে।তা ক্রমশ হাতাহাতিতে পৌঁছায়।এমনকি ইট, পাথর ও লাঠি দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে।ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY