ভুল ট্রেনে চেপে বুঝতে পেরে তিন তরুণী চলন্ত ট্রেন থেকে ঝাঁপ,জখম দুইজনকে উদ্ধার করল আর পিএফ

0
38

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১২ মার্চঃ তিন তরুণীর চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে গুরুতর জখম হলেন দুজন। পুরুলিয়া স্টেশনের চার নম্বর প্লাট ফর্মে ঘটনাটি ঘটেছে। ১৮০১১ হাওড়া থেকে চক্রধরপুর গামি ট্রেনটি যখন পুরুলিয়া স্টেশন ছেড়ে দেয় তখন হঠাৎ ৩টি মেয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। যার মধ্যে ২ জন মেয়ে আহত হন।টহলরত আর পি এফ আধিকারিক ও জওয়ানদের নজরে আসতেই ছুটে সেখানে পৌঁছন। নিচে পড়ে যাওয়া মেয়েদের দিকে ছুটে যান এবং দেখতে পান যে দুটি মেয়ে মাথায় আঘাত পেয়েছেন।  ‘মেরি সহেলি’ দল তাদের সাহায্য ও সান্ত্বনা দেয়। জানা গিয়েছে আহতদের মধ্যে একজনের নাম প্রীতি বারুই। বয়স আনুমানিক ১৮ বছর। হাওড়া জেলার উদয় নারায়ণপুর থানা এলাকায় বাড়ি। অন্যজন পুরুলিয়া জেলার বাগমুন্ডির বাসিন্দা সুমিত্রা মাহাতো। তাঁরা শিক্ষার্থী। মেদিনীপুর যাওয়ার জন্য ওই প্লাটফর্মে যান। তখন ওই প্লাট ফর্মে হাওড়া থেকে চক্রধরপুর যাওয়ার ট্রেনটি ছিল। সেটাতে উঠে পড়েন তিন ছাত্রী। ট্রেন ছাড়তেই তাঁরা বুঝতে পারেন যে  ভুলবশত  ওই ট্রেনে চেপে পড়েন।তখনই ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন তাঁরা। আহতদের পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY