শুশুনিয়া পাহাড়ের উপর যোগাভ্যাস করলেন পর্বত অভিযাত্রী ও প্রকৃতি প্রেমীদের একটি দল

0
146

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুশুনিয়া পাহাড়ের সর্বোচ্চ চুড়ায় যোগাভ্যাস করলেন পর্বত অভিযাত্রী ও প্রকৃতি প্রেমীদের একটি দল। বাঁকুড়ার এক্সপ্লোরেশন নেচার একাডেমি নামের একটি প্রকৃতি প্রেমী সংগঠনের উদ্যোগে এই অভিনব আয়োজন করা হয়। সংস্থার সদস্যরা এদিন ভোর বেলায় পাহাড়ে উঠে সুর্যোদয়ের সময় সকলে মিলে যোগাভ্যাস করেন। এর পাশাপাশি পাহাড়ের চুড়ায় বেশ কিছু গাছ লাগান সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি প্রকৃতির অপরূপ সৃষ্টি পাহাড়। সেই পাহাড়ের সুন্দর প্রকৃতির মাঝে যোগাভ্যাস তারিয়ে তারিয়ে উপভোগ করেন সংগঠনের সদস্যরা।

LEAVE A REPLY