নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বর্ধমান ডিভিশনের যুব সংসদ প্রতিযোগিতা এবারে অনুষ্ঠিত হবে বর্ধমানে। বৃহস্পতিবার এই নিয়ে জেলার বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক হয়ে গেল বিডিএ সভাঘরে। এই সভায় ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ও নোডাল অফিসাররা হাজির ছিলেন। এদিন বিজয় ভারতী ও প্রিয়াঙ্কা সিংলা জানান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী ও বীরভূমকে নিয়ে এই পর্যায়ে প্রতিযোগিতা হবে। আগামী ১১ ও ১২ নভেম্বর এই প্রতিযোগিতা হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুরশিক্ষা ভবনে। যুব সংসদ, তাৎক্ষণিক বক্তৃতা,ক্যুইজ ও রচনা প্রতিযোগিতা হবে জেলাস্তর থেকে উঠে আসা প্রতিযোগিদের নিয়ে।